ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে বসন্ত বরণ উৎসব

মো. আব্দুল মালেক হিমু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ফ্রান্সে বসন্ত বরণ উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স): ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ উৎসব। রোববার (১৪ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় উৎসবে বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব প্রিয় বাঙালিরা আসেন উৎসব স্থলে। সন্ধ্যা ছয়টায় মধ্যে প্যারিসে ওভারভিলার হল দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।
কবিতা আবৃতি,  নাচ, গান, নাটিকা, কৌতুক আর পুথিপাঠ পরিবেশন থেকে শুরু করে দর্শক বিনোদনের সব উপকরণই ছিল অনুষ্ঠানে।

উৎসব উদ্বোধন করে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি হযরত আলী খান বলেন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী (ফ্রান্স) যেভাবে আবহমান বাংলার ঐতিহ্যের উৎসব গুলোকে আকড়ে ধরেছে তা সত্যি আমাদের জন্য আনন্দের। আশা করি ভবিষ্যতেও তারা আবহমান বাংলার ঐতিহ্যের উৎসবগুলো পালন করে শিল্প-সাহিত্যের এ দেশে বাংলার ঐতিহ্যে-সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেবে।

এ সময় বসন্ত নিয়ে অনুভূতির ব্যক্ত করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজি এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহসভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক আবুল কাসেম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিলুর রহমান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দিলওয়ার হোসেন কয়েছ, বাংলাদেশ ইয়থ ক্লাবের সভাপতি শরিফ আল মোমিন, সাধারণ সম্পাদক টিএম রেজা, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য, পুজা উদযাপন পরিষদের রজত রায়, বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাপস বড়ুয়া রিপন, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মাসুদ হায়দার, শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের সভাপতি ছায়িদুর রহমান ছায়িদ, সংস্কৃতিকর্মী রেদয়ান জুয়েল, মুহিত আহমদ, সাংবাদিক মাম হিমু, ফয়ছল আহমদ দীপ, লুৎফুর রহমান বাবু, দোলন মাহমুদ, ফেরদৌস করিম আখনজি,  প্রমুখ।

অনুষ্ঠানে আবহমান বাংলার পুথিপাঠ করেন কাব্য কামরুল, কবিতা আবৃত্তি করেন আবৃত্তি করেন দূতাবাসের কাউন্সিলর হযরত আলি খান, মোস্তফা, নৃত্য পরিবেশন করেন সানি, ইলিয়াছ, রেহান, জেসিকা। গান পরিবেশন করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর শিল্পিরা।

অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি অসিত ঘোষ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বরলিপি শিল্পীগোষ্ঠীর নাজনিন হোসেন তানিয়া ও মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হওয়ার আগে সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।