ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে শহীদ কাদরী সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
প্যারিসে শহীদ কাদরী সন্ধ্যা প্যারিসে শহীদ কাদরী সন্ধ্যা (ছবি সংগৃহীত)

ঢাকা: অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, নানান কথন, গান, গল্প ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্যারিসে পালিত হলো শহীদ কাদরী সন্ধ্যা। গল্প তার জীবনাচরণ নিয়ে। কবিতাকে গানে রূপায়ন, সঙ্গে বাদ্য গিটার। সব মিলিয়ে এক অনন্য শহীদ কাদরী সন্ধ্যা।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ফ্রান্সের প্যারিসে ফোয়ায়ে দো গ্রেনেল হলরুমে শহীদ কাদরী সন্ধ্যা আয়োজন করা হয়। আয়োজনে ছিল প্যারিসের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর’।

কাদরীময় এ সন্ধ্যায় কবির রচিত কবিতা থেকে পাঠ করেন মুনির কাদের, মুহাম্মদ গোলাম মোর্শেদ, গিয়াস বাবু, বদরুজ্জামান জামান, মুহিত জ্যোতি, প্রকাশ কুমার বিশ্বাস, ওয়াহিদুজ্জামান, সুমা দাস প্রমুখ।

কবির ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি শোনান শিল্পী কুমকুম সায়েদা।

চিত্র শিল্পী মুহিত জ্যোতি অনুষ্ঠানস্থল মিলনায়তনকে নান্দনিক সাজে সাজিয়ে আগতদের দৃষ্টি কেড়ে নেন। তাকে সহযোগিতা করেন পলাশ।

সঞ্চালনায় অনুষ্ঠানকে আকর্ষণীয় করে ত‍ুলেন সাইফুল ইসলাম।

সন্ধ্যাটিকে উপভোগ্য করতে সার্বিক তত্বাবধান করেন সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।