ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফ্রান্স

রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে প্যারিসে সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, সেপ্টেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে প্যারিসে সমাবেশ

ফ্রান্স: মায়ানমারের রোহিঙ্গাসহ দুনিয়ার সব গণহত্যা ও ধ্বংস যজ্ঞের প্রতিরোধে বিশ্ব বিবেক সোচ্চার করার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ফ্রান্স শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) প্যারিসের মানবাধিকার চত্বরখ্যাত রিপাবলিকে আয়োজিত এ সমাবেশে বক্তারা নির্মম গণহত্যার শিকার অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিতে সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, সরকারি ভাবেই জাতিগত নির্মূল অভিযানের শিকার মা-বোন-শিশু সবাই আজ নির্যাতন ও ব্যাপক হত্যাকাণ্ডের মুখে বিপন্ন।

যাদের আশ্রয় ব্যতীত মৃত্যু ছাড়া পথ নেই। নিশ্চিত মৃত্যুর মুখে সীমান্ত রূদ্ধ করে তাদের বিতাড়িত করে দেয়া ঠিক হবেনা।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ভয়ঙ্কর অবস্থায় কিছু আশ্রয়প্রার্থীকে বিতাড়িত করার খবরে আমরা দেশ ও দুনিয়ার মানবিক বোধসম্পন্ন সমস্ত মানুষ বিস্মিত, মর্মাহত।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শাহ এনামুল হাসান মাওলা, গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ, জামিল আবেদ, রিয়াজ হোসাইন, মিলন, সাকায়াত হোসাইন, সবুজ, শিরিন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।