ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

খুলনায় ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, আগস্ট ৩, ২০২৩
খুলনায় ৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৪০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

বর্তমানে খুমেক হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। চলতি বছরে সর্বমোট ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এমআরএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।