ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

নড়াইল: নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে আকরামুল আলম (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আকরামুল আলম বাড়ি নড়াইল সদরের তুজোরডাঙ্গা গ্রামে। তিনি জেলা শহরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। এছাড়া তিনি পরিবার নিয়ে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে বসবাস করতেন।  

পারিবারিকভাবে জানা গেছে, গত ১১ আগস্ট জ্বর নিয়ে নড়াইল সদর হাসপাতালে এলে ডেঙ্গু ধরা পরে। এরপর অবস্থার দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে রাখা হয়।  

রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, প্রায় ১০ দিন আগে তার ডেঙ্গু ধরা পরে। অবস্থা খারাপ হলে যশোরে ইবনে সিনা হাসপাতালে কয়েকদিন আইসিইউতে থাকার পর বুধবার তিনি মারা যান।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টা জানতে পেরেছি। আমাদের চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।