ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রাসেল জেলার নগরকান্দা উপজেলার রমেরচর এলাকার রশিদ মোল্লার ছেলে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৬৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৭৯ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৯৫ জন। এর মধ্যে ১৬ হাজার ৩২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসআরএস