ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

ডেঙ্গু রোধে চাঁদপুরে ১১৮ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, অক্টোবর ২৯, ২০২৩
ডেঙ্গু রোধে চাঁদপুরে ১১৮ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে

চাঁদপুর: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। ১২ মাস আমাদের এই মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত ১১৮টি হটস্পটে পর্যায়ক্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য দেন-বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্লা পাটওয়ারীসহ অংশীজন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।