ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও ২ নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে প্রাণ গেল আরও ২ নারীর প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৫ জনে।

 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৬০ জন।

মারা যাওয়া দুই নারী হলেন- জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা তুলসী রানী (৩৫) ও মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৭০)।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩৫ জন। এর মধ্যে ২২ হাজার ১৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।