ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শিবচরে নিখরচে ৪শ রোগীকে চোখ ও ডায়াবেটিক চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
শিবচরে নিখরচে ৪শ রোগীকে চোখ ও ডায়াবেটিক চিকিৎসা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৪শ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চোখের রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কাদিরপুর ইউনিয়নে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

এছাড়াও চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, শিবচর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার দিনব্যাপী উপজেলার মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে চোখ ও ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এদিন কাদিরপুর ইউনিয়নের প্রায় ৪শ রোগীর ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।  

এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ৯টি ক্যাম্পেইন এর মাধ্যমে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৪ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

এসময় শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।