ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
খুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ

খুলনা: খুলনা জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ কমেছে তবে এখনও হাসপাতালে এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, ব্যথার মতো তীব্র উপসর্গ এখন কম দেখা যাচ্ছে, তবে বর্তমানে এ জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটি ডিসেম্বর মাসের সভায় এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতাল বা অবরোধের সময় সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে অধিকতর নিরাপত্তার প্রয়োজন হলে ব্যবসায়ীরা পুলিশের সহায়তা নিতে পারেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা, অপরাধ সংঘটন, মাদক পরিবহন বা বিক্রির বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে এসব অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান সভায় জানান, বাজারে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি বাড়ানো প্রয়োজন। আমদানিকারক বা পাইকারি বিক্রেতা পণ্যবিক্রিতে পাকা রশিদ প্রদান করলে খুচরা পর্যায়ে পণ্যের মূল্যে কারসাজির সুযোগ কমে যায়। তাই পাকা রশিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমদানি পর্যায়ে ও খুচরা বাজারে পণ্যের মূল্যে অযৌক্তিক পার্থক্য থাকা ঠিক নয়।  

তিনি আরও বলেন, সুন্দরবন বা এর সংলগ্ন এলাকায় হরিণ শিকার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার গুজব, অপপ্রচার রোধ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খাঁন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ৯৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৬৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৭৩টি কম।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা,  ডিসেম্বর ১০,  ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।