ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২ ঘণ্টার কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২ ঘণ্টার কর্মবিরতি

বরিশাল: ঢাকায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ব‌রিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতা‌লের ইন্টার্ন চি‌কিৎসকরা কর্মবিরতি কর্মসূচি পালন ক‌রে‌ছেন।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ কর্মবিরতি ক‌রেন তারা।

তবে এতে তেমন কোনো বিরূপ প্রভাব পরেনি হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ওপর। আর কর্মবিরতির বিষয়ে সাধারণ ইন্টার্নরা তেমন কোনো কথাও বলতে চাননি।

তবে ইন্টার্ন চি‌কিৎসক সাইদুর রহমান জানান,রোগীদের কো‌নো সমস‌্যা হোক সেটা আমরা কখনোই চাই না। ত‌বে যখন হামলাটা আমা‌দের ওপরই হয় তাও চি‌কিৎসা সেবা দি‌তে গি‌য়ে তখন কর্মবিরতিতে যে‌তেই হয়।

অপর ইন্টার্ন মুশ‌ফিক হাসান ব‌লেন, ঢাকায় দফায় দফায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আমরা হতভম্ব। এর প্রতিবাদে আমরা ১২০ জন ইন্টার্ন ২ ঘণ্টার কর্মবিরতি করেছি। বিকেল ৫টার পর আমরা আবার রোগীদের সেবায় হাসপাতা‌লে ফিরে গেছি।

অন্যদিকে ইন্টার্নদের কর্মবিরতির কার‌ণে চি‌কিৎসা সেবায় তেমন কো‌নো প্রভাব পড়েনি হাসপাতা‌লে। সব বিভাগে গি‌য়ে সব কিছু স্বাভা‌বিক লক্ষ্য করা গে‌ছে।

রোগীরা জানান, তাদের চিকিৎসা সুবিধা পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। অপরদিকে নার্সরা বলছেন, কর্মবিরতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তবে রোগীরা ভর্তি হচ্ছে এবং ব্যবস্থাপত্রের জন্য চিকিৎসকদের কাছে পাঠাচ্ছেন।

বরিশাল শের ই বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ব‌লেন, ইন্টার্নদের বিষয়‌টি বল‌তে পারবো না। তবে চিকিৎসাসেবা সেবা কার্যক্রম স্বাভা‌বিক রয়েছে।

এদিকে বরিশাল জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে চিকিৎসকদের কর্মবিরতির কো‌নো খবর পাওয়া যায়‌নি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর, ১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।