ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

৬ দাবিতে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
৬ দাবিতে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা দেওয়াসহ ছয় দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে গণমুখী করতে হলে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের অধিকার সুনিশ্চিত করা আবশ্যক। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে সবাইকে সঙ্গে নিয়েই একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তারা বলেন, দেশের প্রেক্ষাপটে মেডিকেল টেকনোলজিস্ট পেশাটি বরাবর অবমূল্যায়িত হলেও বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায়, চিত্র পুরোপুরি আলাদা। বিদেশে প্রফেশনাল ডিপ্লোমাগুলোকে মূল্যায়ন করতে দেখা যায়। শুধু তা-ই নয়, ডিপ্লোমা বা ডিগ্রিকেন্দ্রিক পদোন্নতির বাইরে ব্যক্তির মেধা, জ্ঞান, সক্ষমতা, দক্ষতা ও অভিজ্ঞতাকে আমলে নেওয়া হয়। একজন পেশাজীবী ডিপ্লোমাধারীও পেশাদার স্নাতকধারীর মতো পদোন্নতি পেয়ে থাকেন।

গত ০৯ অক্টোবর দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর ১৯ অক্টোবর একটি সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ অক্টোবর সারা দেশে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

ছয় দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে এবং এ বিশ্ববিদ্যালয়সহ অন্য সব আইএইচটির জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স দেওয়ার পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল সিকদার, সদস্য সচিব জীবন ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ইএসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।