ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটির ৫৬ ওয়ার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটির ৫৬ ওয়ার্ড

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৬টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে।

 

এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচককে ‘ব্রুটো ইনডেক্স’ বলা হয়। মশার লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হলে কোনো অঞ্চল ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হয়।

বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত ‘মনসুন এডিস সার্ভে-২০২৪’ এর ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

জরিপে দেখা যায়, রাজধানীর দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫টি- মোট ৫৬টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি। অর্থাৎ এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। এসব এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো ৩৮, ৯, ৩০, ৭, ৮, ১৮, ২৫, ২৮, ৩৬, ৩৭, ১ ও ১৯। আর দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫৩, ৬১, ৫০, ২, ১৬, ২৬ ও ৩৬।

জরিপের ফল প্রকাশ করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের মূলমন্ত্র। আমরা সবাই জানি, কোথায় মশার জন্ম হয়, কীভাবে ছড়ায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়- কিন্তু, আমরা কেউ নিয়ম মানতে, সচেতন হতে রাজি নই। এটিই ডেঙ্গু বিস্তারে মূল সমস্যা। আমাদের অসচেতনতাই ডেঙ্গু মশা বিস্তারের মূল কারণ। আমরা একে অপরকে দোষারোপ করি।  
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।