ঢাকা: ভাতা বাড়ানোর দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করায় কর্মবিরতিসহ আন্দোলন প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিজের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা গত দুই বছর ধরে ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে সংগ্রাম করছি। আমাদের এই দাবি যৌক্তিক সেটা সবাই বলেছে। তারপরও আমাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছিল না। সর্বশেষ আমরা কর্মবিরতিসহ একদিন শাহবাগ মোড় অবরোধ করি।
তিনি আরও বলেন, আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমাদের মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার আশ্বাস দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে পরে ভাতা বৃদ্ধিরও আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের এই আশ্বাসে আমরা আমাদের কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করছি। আমরা আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কাজে ফিরবো।
তবে জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা না করা হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি আন্দোলনরত চিকিৎসকদের ট্যাগ দিয়ে যে বিবৃতি দিয়েছে সেটি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন ডা. জাবির হোসেন।
যদি বিবৃতি পরিবর্তন করা না হয়, তাহলে বিদ্রোহ করার হুঁশিয়ারিও দেন এই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসসি/এইচএ