ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

স্বাস্থ্য

ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের ‘দৌড়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের ‘দৌড়’

ঢাকা: হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহনের উদ্যোগে সপ্তমবারের মতো ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এবারের আয়োজনে ক্যানসার সারভাইভারসহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দৌড় শুরু করেন অংশগ্রহণকারীরা। দোয়েল চত্বর হয়ে টিএসসি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, স্বাধীনতা সংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে দৌড় শেষ হয়।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার, দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিত, মিউজিশিয়ান ও ট্রাভেলার কনক আদিত্য, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সম্বনয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীর প্রধান ড. মুমিত আল রশিদ।

আরও উপস্থিত ছিলেন বিশ্ব পর্যটক ও লেখক এলিহা বিনতে এলাহি, আয়রন ম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রন ম্যান ৭০.৩ চ্যাম্পিয়ন ফিনিশার আরাফাত হোসেন প্রমুখ।  

অতিথির বক্তব্যে আহসান হাবীব বলেন, ক্যানসার সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যভাস ও শরীরচর্চা করতে হবে। দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম।

এ সময় অন্যরাও ক্যানসার সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং হিমু পরিবহনের এ উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা ব্যক্তি উদ্যোগ ও কেন্দ্রীয়ভাবে সুস্থ জীবন চর্চার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। দৌড় শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।  

রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস-২০২৫ এর নিবন্ধন থেকে প্রাপ্ত অর্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়। দৌড় আয়োজনে সহযোগিতা করে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।