ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অন্তত ৭৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।



এ সময় আগত রোগীদের নাক, কান, গলা, চক্ষু, দন্ত, গাইনি, বক্ষব্যাধি, মেডিসিন ও শিশু বিভাগ, রক্তের গ্রুপ এবং প্রেসার স্যুগার নির্ণয়সহ চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কনসালট্যান্ট সার্জন এবং চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম বাংলানিউজকে বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে  প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, বক্সনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী এ ই আব্দুল মনিম, প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।