ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শনিবারও কর্মবিরতিতে বারডেম চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
শনিবারও কর্মবিরতিতে বারডেম চিকিৎসকরা ছবি: ফাইল ফটো

ঢাকা: কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে শনিবারও প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা কালো ব্যাজ ধারণ করেন।

  তবে কর্মবিরতির সময় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন তারা।

আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমাদের প্রতীকী কর্মসূচি। তবে কর্মসূচির মধ্যেও হাসপাতালে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত আছে।

কর্মবিরতির একপর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তারদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে মামলা করার ঘোষণা দেন বারডেম চিকিৎসকেরা।

এর আগে গত ১৩ এপ্রিলের রোববার একরোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের ওপর হামলা চালায় রোগীর আত্মীয়-স্বজনেরা।

এ ঘটনায় প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের এপিএস পরিচয়দানকারী বাবু এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেনসহ বেশ কয়েকজন অজ্ঞাত লোককে আসামি করে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার ২ দিন পর ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।