ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধ করবে মশা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
ডেঙ্গু প্রতিরোধ করবে মশা!

ঢাকা: মশাবাহী রোগ ডেঙ্গু প্রতিরোধে এবার ‘প্রতিষেধক’ হিসেবে ব্যবহার করা হয়েছে মশাকেই! আর এজন্য ব্রাজিলে ‘উলবাচিয়া’ ব্যাকটেরিয়া সমৃদ্ধ কয়েক হাজার মশা ছেড়েছেন গবেষকরা।

ব্রাজিলের রিও ডি জেনিরোর একদল গবেষক এ মশা উৎপাদন করেছেন।

প্রক্রিয়াটির মাধ্যমে কয়েকগুণ মশা উৎপাদন করা যাবে বলে জানান গবেষকরা।

নতুন আবিষ্কৃত এ প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ব্রাজিলে প্রয়োগ করা হলেও ভবিষ্যতে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় চালানো হবে বলে জানান গবেষকরা।



এ বিষয়ে ব্রাজিলের গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজের গবেষক লুসাইনো মোরিইরা বলেন, ২০১২ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এজন্য আমদের একটি দল প্রতি সপ্তাহে নিয়মিত রিও ডি জেনিরোর চারটি বাড়ি থেকে মশা সংগ্রহ করতো। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মশা সংগ্রহ করে পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করা হতো।

ডেঙ্গু প্রতিরোধে ‘উলবাচিয়া ব্যাকটেরিয়া সমৃদ্ধ’ এ রকম কয়েক হাজার মশা প্রতি সপ্তাহে ছাড়া হবে বলেও জানান তিনি।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত ব্রাজিলে ৩২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান আটশোর বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।