চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় জলকাদের ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারের উদ্বোধন করেন।
পরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমির জাফর, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমদ।
আলোচনা সভায় জানানো হয়, বাংলাদেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কোনো না কেনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে প্রতি ঘণ্টায় পাঁচজন অকালে মৃত্যু বরণ করছে। একটু সচেতন হলেই এ রোগ প্রতিরোধ করা যায়। রাজধানীর বাইরে ক্যাম্পসের এটিই দ্বিতীয় শাখা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪