ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সুনামগঞ্জে ২ দিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
সুনামগঞ্জে ২ দিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।


 
নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় ও উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৩০টি স্টল থাকবে।

সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. নাসের ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিসেফের সিলেট বিভাগীয় কর্মকর্তা ডা. গোলাম মহিউদ্দিন খান সাদি ও জেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ।

ওয়েব ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী সৈয়দ হাফিজ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- নারী নেত্রী শীলা রায়, সদর হাসপাতালের আরএমও ডা. ঝন্টু তালুকদার ও জেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল থেকে  মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে আগত দর্শনার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।