ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিক সমিতির ‘দূরশিক্ষণ কর্মসূচি’র যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ডায়াবেটিক সমিতির ‘দূরশিক্ষণ কর্মসূচি’র যাত্রা

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণরত চিকিৎসকদের ডায়াবেটিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষে ‘দূরশিক্ষণ কর্মসূচি’ চালু করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শুক্রবার (১৬ জানুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন করেন।


 
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস’র মালেক চৌধুরী একাডেমিক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেনমার্কের স্টেনো ডায়াবেটিস সেন্টার এএস’র চিফ ফিজিশিয়ান ড. উলা বিয়েরে ক্রিস্টেনসেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং নরওয়ের অসলো ইউনির্ভাসিটির ক্রনিক ডিজিজের অধ্যাপক আখতার হোসেন, ডিজি হেলথ অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মাখদুমা নার্গিস এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়।
 
অধ্যাপক হাজেরা মাহতাবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।