ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে দুই বেকারি সিলগালা-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ময়মনসিংহে দুই বেকারি সিলগালা-জরিমানা

ময়মনসিংহ: সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই বেকারিকে সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ এ অভিযানের নেতৃত্ব দেন।



তিনি বাংলানিউজকে জানান, শম্ভুগঞ্জের চরকালীবাড়ি এলাকার রাজিব বেকারিকে বারবার সতর্ক করার পরেও চরম অস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট তৈরি করে আসায় তাদের ২০ হাজার টাকা জরিমানার পর সিলগালা করে দেওয়া হয়। পরে শম্ভুগঞ্জ বাজার এলাকার তন্বি বেকারিকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।