ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে ক্যান্সার সচেতনতা বিষয়ক ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
বাগেরহাটে ক্যান্সার সচেতনতা বিষয়ক ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ও বাগেরহাট জেলা পরিষদের যৌথ উদ্যোগে দিনব্যাপী ক্যান্সার সচেতনতা, নির্ণয় ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান মন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।



বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জমান টুকুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের চিকিৎসক প্রতিনিধি দলের প্রধান ডা. প্রবীর বিজয় কর, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা প্রমুখ।

বাগেরহাট জেলা পরিষদের আমন্ত্রণে ড. প্রবীর বিজয় করের নেতৃত্বে বারাসাতের ২৬ সদস্যের প্রতিনিধি দলটি দিনব্যাপী ক্যান্সার রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক পরিসেবা দিচ্ছে।

২৬ সদস্যের প্রতিনিধি দলে ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা ক্যান্সার নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনারে অংশ নেন।

ক্যাম্পে বাগেরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শবর্তি বিভিন্ন জেলার ৫ শতাধিক ক্যান্সার রোগী ও ক্যান্সার ঝুকিতে থাকা রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।