ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মাসিকভাতা ন্যূনতম ২৫ হাজার করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের সামনে খুমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।



এতে সভাপতিত্ব করেন খুমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।

তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসকরা জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।