ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

দেশে ইঞ্জেকশনবাহী এইডস রোগীর সংখ্যা বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
দেশে ইঞ্জেকশনবাহী এইডস রোগীর সংখ্যা বেশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে এইডস রোগীদের মধ্যে ইঞ্জেকশন থেকে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।

'বিশ্ব এইডস দিবস-২০১৫' উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ তথ্য জানান।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজনটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মহাপরিচালক আরও বলেন, 'অভিবাসী, ভ্রাম্যমাণ যৌনকর্মী, মাদকসেবী ও সমকামীরা এইডস ঝুঁকিতে রয়েছেন। '

এবার দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে, 'এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই আমাদের অঙ্গীকার। '

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম এতে সভাপতিত্ব করছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।