ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিএমএ’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বিএমএ’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর পক্ষ থেকে রাজধানীর লালবাগ শশ্মানঘাট এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দরিদ্রদের মাঝে ৬০০ পিস কম্বল বিতরণ করা হয়।  

উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ প্রমুখ।

এসময় বিএমএ নেতারা বলেন, চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজও করে থাকেন।  

গত ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।