ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে দু’পক্ষের উত্তেজনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বিএসএমএমইউ’তে দু’পক্ষের উত্তেজনা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় বাউন্ডারির মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

চর্ম ও যৌন বিভাগের কনসালট্যান্ট (এমডি) ডা. রিয়াজ সিদ্দিক সাংবাদিকদের বলেন, আমরা একটি দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের সঙ্গে বৈঠক করেছি।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান হল কমিটিকে বিলুপ্ত করার দাবি জানিয়েছি। কারণ এই হলে অছাত্র ও বহিরাগতরা অবস্থান করছেন। তাদের মাধ্যমে আমাদের প্রফেসররা লাঞ্ছিত হচ্ছেন।

তিনি বলেন, আমারা এ দাবি নিয়ে মিছিল নিয়ে উপাচ‍ার্যের কার্যালয়ের দিকে যাওয়ার সময় হলে থাকা বহিরাগতরাও একটি মিছিল করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়।  

শাহবাগ থান‍ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তাদের কয়েকটি অভ্যন্তরীন বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এ বিষয়ে মিটিং চলছে।   

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।