ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালের অনিয়ম খতিয়ে দেখবে ৬ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ঢামেক হাসপাতালের অনিয়ম খতিয়ে দেখবে ৬ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: সম্প্রতি আলোচনায় আসা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্যাথলজি থেকে দেওয়া রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর না থাকার কারণ অনুসন্ধান করবে ৬ সদস্যের তদন্ত কমিটি।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক জাকির হোসেনকে প্রধান করে শনিবার (১১ ফেব্রুয়ারি) এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাকির হোসেন বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্তের জন্য যা যা করা দরকার কমিটি তাই করবে।

এদিকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বাদী হয়ে দালাল শহীদের নামে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন।

** ঢামেক হাসপাতালে ‘হাওয়া’য় মেলে প্যাথলজি টেস্ট রিপোর্ট!

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজেডএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।