ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে চক্ষু হাসপাতালে নতুন প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ময়মনসিংহে চক্ষু হাসপাতালে নতুন প্রকল্পের উদ্বোধন ময়মনসিংহে চক্ষু হাসপাতালে নতুন প্রকল্পের উদ্বোধন-ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে কাতার ক্রিয়েটিভ ভিশন নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র জানায়, ঢাকার বাইরে সর্বপ্রথম ময়মনসিংহে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় কাতার ফাণ্ড ফর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ প্রকল্প চালু করা হয়েছে।

এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্ব অংশ তথা ময়মনসিংহ জেলা ও তার আশ-পাশের জেলাসমূহের শিশু চক্ষু রোগীদের এ হাসপাতালে চক্ষু চিকিৎসা ও সেবা দেওয়া।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএএএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।