ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
বিএসএমএমইউতে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালিত

ঢাকা: বিশ্বের অন্য দেশের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পালিত হলো ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০১৭।

সোমবার (৬ মার্চ) সকালে ডেন্টাল চিকিৎসকদের সংগঠন ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দিবসটি পালিত হয়।
 
এ উপলক্ষে দিনব্যাপী ডেন্টাল সার্জনরা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 
এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডেন্টাল টেকনোলজিস্টরা কখনোই ডেন্টিস্ট নয়’।  
 
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. আলী আসগর মোড়ল, সংগঠনের মহাসচিব ও ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর গাজী শামীম হাসান,ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংগঠনের কোষাধক্ষ্য ডা.মো. হেলাল উদ্দিনসহ সবস্তরের ডেন্টাল সার্জনরা।
 
ওরাল হেলথ ফাউন্ডেশনই  বাংলাদেশে প্রথম ওয়াল্ড ডেন্টিস্ট ডে আনুষ্ঠানিকভাবে পালন শুরু করে।
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।