মঙ্গলবার (০২ মে) দুপুরে ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) ও (পরিবার পরিকল্পনা) ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনোভাবেই পদায়ন করা জায়গা থেকে সরে যাওয়ার সুযোগ নেই।
পর্যায়ক্রমে ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে। জনগণ ভোট যাকে দেবে সেই ক্ষমতায় যাবে। আন্দোলন করে লাভ হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কাজী মোস্তফা সরওয়ার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসএ/জিপি/জেডএস