ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রেস্ট ক্যান্সার বিষয়ক আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রেস্ট ক্যান্সার বিষয়ক আলোচনা সভা ব্রেস্ট ক্যান্সার বিষয়ক আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে দি ব্লু  স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কলেজ মিলনাতয়নে এ সভার আয়োজন করা হয়।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো.আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, দি ব্লু  স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. রেজিনা খাতুন ও শেখ এনায়েত করিম, সাংবাদিক আল-আমিন শাহীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ক্যান্সার এখন মরণব্যাধি নয়, সবাই সচেতন হলে ক্যান্সারে মৃত্যু ঝুঁকি কমানো যাবে। সভায় ক্যান্সার আক্রান্ত কয়েকজন তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।