ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিএইচএমএস কোর্স ঢাবির ফার্মেসি অনুষদে রাখার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
বিএইচএমএস কোর্স ঢাবির ফার্মেসি অনুষদে রাখার দাবি হোমিও পেশাজীবী সমিতির সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: পেশাগত বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে সরিয়ে মেডিসিন অনুষদে নেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশ।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পেশাজীবী সংগঠনটি।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা. আমান উল্লাহ জিকু।

তিনি বলেন, বিএইচএমএস কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অন্তর্ভুক্ত ছিল। ইতিমধ্যেই ফার্মেসি অনুষদ থেকে মেডসিন অনুষদে নেওয়ার ষড়যন্ত্র চলছে, আমরা ফার্মেসি অনুষদের অধীনে থাকতে চাই। সেটি কোনোভাবেই মেডিসিন অনুষদে নিতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো- বিএইচএমএস কোর্স ফার্মেসি অনুষদের অধীনে রাখা, ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) চিকিৎসকদের পূর্বের মতো বিএইচএমএস ৪র্থ বর্ষে ভর্তি পুনর্বহাল করা, ঢাকা বিশ্ববিদ্যালয় হোমিও মেডিকেল সেন্টারের জন্য দ্রুত আলাদা ভবন নির্মাণ করা ও জনবল নিয়োগ করা, ডিএইচএমএস কোর্সকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্মান ডিগ্রি দেওয়া, পেশাগত বিএইচএমএস কৃতকার্য চিকিৎসকদের সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, প্রত্যেক জেলায় বিএইচএমএস চিকিৎসকদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দিলে ডিএইচএমএস চিকিৎসকদের সহকারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া।

এসব দাবি নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ফার্মেসি অনুষদ ও রেজিস্ট্রার বরাবর স্মাররকলিপি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. নুরুল আমীন হাওলাদার, যুগ্ম মহাসচিব ডা. এইচ এম মনিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।