ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে দশ স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
বরিশালে দশ স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

ব‌রিশাল: বরিশালের বাকেরগঞ্জে কেজিএস স্কুল অ্যান্ড কলেজের ১০ ছাত্রী  ‘মাস সাইকোসিস’ নামে মনোদৈহিক রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তাদের বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালে তাদের ভর্তি করা হয়।

চিকিৎসাধীন ছাত্রীরা হলো- হাবিবা (১৫), আয়েশা (১৪), এনি আক্তার (১৫), আমেনা আক্তার (১৫), স্মৃতিরানী (১৫), খুকু মনি (১৪) ও রুমা আক্তার (১৬)।

অসুস্থরা ওই বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রী।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অসুস্থ ছাত্রীরা স্বাভাবিক চিকিৎসায় অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।