হাবীবা নামে ১ মাস বয়সি এক শিশুকে ঠাণ্ডা জ্বরের কারণে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার মা সনিয়া আক্তার।
বাংলানিউজকে তিনি বলেন, ‘আধা ঘণ্টা ধরে টিকিটের অপেক্ষা করছি।
পৌনে ১ ঘণ্টা ধরে কাউন্টারে টিকিটের জন্য বসে আছেন চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা আব্দুর রহিম। তিনি নিজেই হার্টের রোগী। এতো দীর্ঘ সময় টিকিটের জন্য অপেক্ষা করে তিনি অতিষ্ঠ হয়ে বলেন, টিকিট নিতেই এতো সময় লাগছে, ডাক্তার দেখাবো কখন!
জরুরি বিভাগের টিকিট কাউন্টারের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, প্রতিদিনের চেয়ে আজ জরুরি বিভাগে রোগির চাপ অনেক বেশী। বহির্বিভাগ বন্ধ থাকায় এ অবস্থা। দ্বিগুণেরও বেশী টিকিট বিক্রি হয়েছে। এখনো আরো অসংখ্য লোক টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন।
ঢামেক বহির্বিভাগের এক সূত্র জানায়, ঢামেকের সকল বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকলেও বহির্বিভাগ সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এজেডএস/জেডএম