বুধবার (২০ ডিসেম্বর) এ কর্মসূচিকে সামনে রেখে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস।
সকাল ১১টায় নিজ অফিসের সভাকক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রব।
তিনি জানান, ময়মনসিংহের ১২টি উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৭ হাজার ৯১৬ জন শিশুকে আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৯১ হাজার ৩২০ জন শিশুকে আইইউ ক্ষমতা সম্পন্ন লাল ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মশালায় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার, মেডিকেল অফিসার ডা. মীর আনোয়ার হোসেন, ডা. ইকবাল আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএএএম/জিপি