রোববার (১১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের সূত্র মতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ২৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে।
এর আগে শুক্রবার (৯ আগস্ট) থেকে শনিবার সকাল পর্যন্ত ২৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৮ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন, আভিসিনা হাসপাতালে ১ জন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, জেলায় গত ২০ দিনে মোট ২৭৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন ৭১ জন। দু-তিনজনকে উন্নত চিকিৎসায় পাঠানো হয়েছে।
ডেঙ্গু মোকাবিলায় জেলার স্বাস্থ্যবিভাগের সব কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এএটি