রামেক হাসপাতালের অনুসন্ধান বিভাগের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন রোগী।
এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ফলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১০ জন। এছাড়া আশঙ্কামুক্ত না হওয়ায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন একজন।
জানতে চাইলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বাংলানিউজকে বলেন, ঈদ উদযাপনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ রাজশাহী এসেছেন। এই সময় রোগী বাড়বে এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
এ জন্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রামেক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে অন্য বিভাগের কর্মীচারীদেরও ঈদের ছুটি নিতে নিরুৎসাহিত করা হয়েছে। চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওষুধ ও এনএস-১ সহ সব ধরনের টেস্টের উপকরণ পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে বলেও জানান ডা. ফেরদৌস।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএস/ওএইচ/