মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর পয়লা জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৪৭১ জন।
বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১১৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ১২শ জন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমছে।
মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
টিআর/এএ