ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘দেশের ৮ বিভাগে ক্যানসার-কিডনি ইনস্টিটিউট করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
‘দেশের ৮ বিভাগে ক্যানসার-কিডনি ইনস্টিটিউট করা হবে’

গাজীপুর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের আটটি বিভাগে আট ক্যানসার ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া আট বিভাগে আটটি কিডনি ইনস্টিটিউটও করা হবে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকায় ৩০০ বেডের ক্যানসার ইনস্টিটিউটকে ৫০০ বেডে উন্নীত করা হয়েছে।

দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আরও সাড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাতের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব হাবীবুর রহমান খান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।