শনিবার (২১ মার্চ) ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে হেস্কিসল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদে বাসায় থাকুন, প্রয়োজনীয় জিনিসপত্র আপনার বাসায় পৌছে দিব।
তিনি আরও বলেন, বিদেশ থেকে ফেরা যাত্রীরা বাসায় ১৪ দিনের জন্য নিরাপদে থাকুন। তাদের বাসায় রাখা না হলে এ রোগ চারদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।
শওকত হাসেম শকু বলেন, ‘যারা আমাদের সুস্থ রাখার জন্য ভোর থেকে কাজ শুরু করে সেই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রথমেই হেক্সিসল, স্যাভলন সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। তারা যদি সুস্থ থাকেন, তাহলে এলাকার মানুষ সুস্থ থাকবে। তারপর আমার ওয়ার্ডের খানপুর, ব্রাঞ্চ রোড, খানপুর বউ বাজার ও সরদারপাড়া এলাকায় জনগণের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি যারা বাসায় নিরাপদে রয়েছেন, তাদের হোম ডেলিভারি শুরু করা হয়েছে। আগামী সাতদিন এ কার্যক্রম চলমান থাকবে, কারো যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আামাদের হট নম্বর ০১৭১১৫২৬৫৯২, ০১৬২৬৭৯৭১৩০, ০১৮১৭০১২৩৮৬, ০১৭৫৩৩৩১৪৩৩ কল করে জানান। ’
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সচিব মো. সিয়াম হোসেন, মো. আলী হাসান, নবী হোসেন, মো. দোলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এবি