নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১৮ জনকে নতুনকে হোম কোয়ারেন্টিনে করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪ জন। এদের মধ্যে শুক্রবার ১৫ জন কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এর আগে আরও ১১ জন কোয়ারেন্টিনে শেষে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
তিনি জানান, নতুন করে শনিবার দুপুর পর্যন্ত ১৮ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৯৪ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
এদের সবাই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এর মধ্যে শুক্রবার রাতে ১৫ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন থেকে ১৪ দিন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর আগেও হোম কোয়ারেন্টাইন থেকে বুধবার (১৮ মার্চ) ১১ জন স্বাভাবিক জীবনে ফিরেছেন।
ইমতিয়াজ জানান, আপাতত জেলাবাসীকে অনুরোধ করছি জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ব্যতিত বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।