ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বুয়েট শিক্ষকের মা করোনা ভাইরাসে আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
বুয়েট শিক্ষকের মা করোনা ভাইরাসে আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষকের মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ফলে রাজধানীর ওই এলাকার বাসিন্দারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের এক সহকর্মীর মায়ের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। যে কারণে আমরা বুয়েট এলাকার বাসিন্দাদের স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকতে বলেছি।

অপরদিকে, ঢাকেশ্বরী আবাসিক কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ড. আ ফ ম সাইফুল আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকায় সম্মানিত অধিবাসীদের জানানো যাচ্ছে, এই এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পাওয়া গেছে। এমতাবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসকেবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।