শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুর আরও ৬৫ জনসহ জেলায় মোট কোয়ারেন্টিনে রয়েছেন ২৮৯ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, ২৮ মার্চ ১৪দিন কোয়ারেন্টিন শেষ হওয়ায় ও সুস্থ্য থাকায় ১৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এনিয়ে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকায় ৬৭২ জন ছাড়পত্র পেলেন। করোনা মোকাবিলায় কিশোরগঞ্জে কোয়ারেন্টিন কার্যক্রম প্রতিদিনই জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস