বুধবার (১ এপ্রিল) ছাড়পত্র পাওয়া ৩৭৫ জনের মধ্যে রয়েছেন সিলেটের ২১৬ জন, সুনামগঞ্জের ৪৭, হবিগঞ্জের ৭৭ ও মৌলভীবাজারের ৩৫ জন।
বিভাগটিতে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ৩৭৫ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মঙ্গলবার (৩১ মার্চ) আরো ২৫৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগটিতে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭৪ জন। এরমধ্যে রয়েছেন সিলেটে ৬২৪ জন, সুনামগঞ্জে ৪৩৯ জন, হবিগঞ্জে ৬১৯ জন ও মৌলভীবাজারে ৪৮৯ জন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এনইউ/আরআইএস