ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুমেকে করোনা টেস্টিং কিট, পরীক্ষা শুরু ১১ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
খুমেকে করোনা টেস্টিং কিট, পরীক্ষা শুরু ১১ এপ্রিল

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজে (খুমেকে) করোনা ভাইরাস শনাক্তকরণে পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) মেশিনে পরীক্ষা শুরু হবে আগামী শনিবার (১১ এপ্রিল)। ইতোমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট কিটস এসে পৌঁছেছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনা ভাইরাস পরীক্ষার ফোকাল পার্সন ডা. শাহনাজ পারভীন।

তিনি বলেন, আগামী শনিবার থেকে নমুনা নিয়ে পিসিআর মেশিন থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু করতে পারবো ইনশাল্লাহ।

এই সপ্তাহে মেশিনটি ব্যবহারের বিষয়ে আমরা প্রয়োজনী প্রশিক্ষণ নেবো।

খুলনা মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) খুলনা মেডিক্যাল কলেজের তৃতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে। এজন্য নিযুক্ত করা হয়েছে একজন মেডিক্যাল টেকনোলজিস্ট।  পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। যে কেউ চাইলেই নিজে নিজে এসেই পরীক্ষা করিয়ে নিতে পারবেন না। এ জন্য লক্ষণ নিয়ে হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিসিআর মেশিনের মাধ্যমে শনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত করা ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

সোমবার (৩০ মার্চ) সকালে খুমেকে এসে পৌঁছায় পিসিআর মেশিন। সে সময় জানানো হয়েছিলো শনিবার (০৪ এপ্রিল) থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।