ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

কেরানীগঞ্জে করোনা রোগী শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, এপ্রিল ৫, ২০২০
কেরানীগঞ্জে করোনা রোগী শনাক্ত

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। আক্রান্ত ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউনের ১ নম্বর রোডের ৬৮ নম্বর বাড়ির বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয়।

সেখানে তার করোনা উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ ধরা পড়ে। তবে তিনি কোনো বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কী না তা জানা যায়নি।

ইতোমধ্যেই ওই বাড়িটি লকডাউনের প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।