বুধবার (১৩ মে) সকাল ১১টা ১৫ মিনিটে কিট জমা দেওয়া হয়। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএসএমএমইউ আমাদের কাছে ২০০ কিট চেয়েছিল। আমাদের কিট প্রজেক্টের কো-অর্ডিনেটর ড.মহিবুল্লাহ খন্দকার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিজন কুমার শীল মাইক্রোবায়োলজি বিভগে গিয়ে তাদের চাহিদামতো ২০০ কিট জমা দিয়েছেন। আশা করি, দ্রুত এটার ফলাফল জানা যাবে।
তিনি আরও জানান, কিটের সঙ্গে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেওয়ার কথা থাকলেও টাকা পরবর্তীতে নেওয়ার কথা বলেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ১৩, ২০২০
আরকেআর/এএটি