রোববার (১৭ মে) দিনগত রাত ১২ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, নতুন করে ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে রায়পুরে ৮ ও সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ৯৯ জন রোগীর মধ্যে সদরে ২৮, রামগঞ্জে ২২, কমলনগরে ৮, রামগতিতে ১০ ও রায়পুর উপজেলায় ৩১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। এরমধ্যে কমলনগরে ৬, রামগতিতে ৫, রামগঞ্জে ১৩, সদর উপজেলার ২১ জন সুস্থ্য হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ২৩ জন ও হোম আইসোলেটেডে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসআর/এমআরএ