শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে এমপি বদির প্রেসসচিব হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
হেলাল বলেন, বদি এবং তার স্ত্রী একসঙ্গে নমুনা দিয়েছিলেন। এরমধ্যে বদির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় আছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসবি/টিএ